১। বিনা মুল্যে বিআরটিএ সংক্রান্ত যাবতীয় ফরম সরবরাহ।
২।
(ক) সকল মোটরযানের নিবন্ধন (রেজিষ্ট্রেশন) নম্বর প্রদান।
(খ) সকল প্রকার মোটরযানের অনুলিপি প্রদান করা/সত্যয়িত করণ/সকল প্রকার সংশোধন করণ।
(গ) সকল প্রকার মোটরযানের নথিভুক্ত করণ। (অন্য জেলা থেকে নথি আনা।
(ঘ) সকল প্রকার মোটরযানের ছাড়পত্র প্রদান করা (অন্য জেলায় নথি প্রেরণ।
(ঙ) মোটরযানের মালিকানা বদলী করণ।
3।
(ক) শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন, সংশোধন প্রতিলিপি প্রদান করণ।
(খ) নিয়মিত ডিসিটিবি বোর্ড পরিচালনা করা।
(গ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন শ্রেণী সংযুক্ত, সংশোধন প্রতিলিপি প্রদান করণ।
(ঘ) সকল প্রকার ড্রাইভিং লাইসেন্স অত্র জেলা নথিভুক্ত করণ। (অন্য জেলা থেকে আগত)
(ঙ) সকল প্রকার ড্রাইভিং লাইসেন্স অত্র জেলা থেকে ছাপড়্র্রপত্র প্রদান করণ। (অত্র জেলা থেকে অন্য
জেলায় ছাড়পত্র প্রেরণ)
4। সকল প্রকার মোটরযানের ট্যাক্স টোকেন ইস্যু, নবায়ন, প্রতিলিপি ও সত্যয়িত করণ।
5। ফিটনেস সনদপত্র ইস্যু নবায়ন প্রতিলিপি ও সত্যয়িত করণ।
৬। রুট পারমিট ইস্যু নবায়ন ও প্রতিলিপি সত্যয়িত করণ।
৭। নিয়মিত আ্রঞ্চলিক পরিবহন কমিটির সভা গ্রহণ।
৮। নিয়মিত সড়ক নিরাপত্তা সভা গ্রহণ।
৯।
(ক) মোটরযানের মালিকদের ডিআরসি (ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট) সরবরাহ করণ।
(খ) পরিবহন মালিক ও গাড়ী চালকদের বায়োমেট্রিক্স ফিংগার প্রিন্ট গ্রহণ।
(গ) মোটরযান চালকদের এইচ এস ডি এল (হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স) সরবরাহ করণ।
(ঘ) মোটরযানের ডি এন পি (ডিজিচাল নাম্বার প্লেট) সংযোজন করণ।
(ঙ) ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করণ।
(চ) ওয়ান স্টপ সার্ভিসের অন লাইনে মোটরযানের রাজস্ব জমা প্রদান করণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস