(১) নিয়মিত মোটরযান নিবন্ধন প্রদান।
(২) প্রতি মাসে জেলা ড্রাইভিং কম্পিটেন্সি টেষ্ট বোর্ড অনুষ্ঠিত।
(৩) মোটরযান চালকদের অন লাইন বায়োমেট্রিক্স ফিংগার প্রিন্ট গ্রহণ।
(৪) সকল চালকদের অন লাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষনবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান।
(৫) নিবন্ধণ প্রাপ্ত মোটরযান মালিকদের অন লাইনে বায়োমেট্রিক্স ফিংগার প্রিন্ট গ্রহণ ও ডিআরসি বিতরণ এবং নিয়মিতআঞ্চলিক পরিবহন কমিটি, কুষ্টিয়ার মাধ্যমে পরিবহন সেক্টরের উদ্ভুত সমস্যাবলীর মাধ্যমে সমাধান প্রদান এবং মোটরযান আইন 1983 এর সংশ্লিষ্ট বিধি মোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করণ।
(৬) ইলেক্ট্রনিক চিপ যুক্ত ও এনএফসি ফিচার সম্বলিত স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স;
(৭) ইলেক্ট্রনিক চিপ যুক্ত স্মার্টকার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট;
(৮) অত্যাধুনিক ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে মোটরযানের রাস্তায় চলাচলের উপযুক্ততা পরীক্ষা করা;
(৯) অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে বিআরটিএ’র সকল ফি ও ট্যাক্স জমা;
(১০) অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে তাৎক্ষনিকভাবে মোটরযানের ট্যাক্স-টোকেন ইস্যু;
(১১) ওয়েব বেসজ্ড ফি ক্যালকুলেটরের মাধ্যমে মোটরযানের নিবন্ধন সংক্রান্ত ফি জানা;
(১২) ওয়েব বেসজ্ড ফি ক্যালকুলেটরের মাধ্যমে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, অগ্রিম আয়কর ও প্রযোজ্য ক্ষেত্রে ফিটনেস ও ট্যাক্স টোকেন এর জরিমানার পরিমান জানা;
(১৩) মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই;
(১৪) মোবাইল মেসেজের মাধ্যমে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট(প্রযোজ্য ক্ষেত্রে)-এর মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাই;
(১৫) মোটরযানের নাম্বার প্লেট ও ডিআরসি প্রস্তুতের পর তা সংগ্রহ করার জন্য মোবাইল মেসেজ প্রদান করা হয়;
(১৬) মোবাইল মেসেজের মাধ্যমে মোটরযানের রেট্রোরিফ্লেক্টিভ নাম্বার প্লেট সংযোজনের এপয়েন্টমেন্ট গ্রহণ;
(১৭) মোবাইল মেসেজের মাধ্যমে মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক্স প্রদান ও কার্ড সংগ্রহের জন্য এপয়েন্টমেন্ট গ্রহণ;
(১৮) মোটরযানের ফিটনেস ও ট্যাক্স-টোকেনের মেয়াদ উত্তীর্ণের ১৫ দিন পূর্বে মোবাইল মেসেজের মাধ্যমে ফিটনেস ও ট্যাক্স-টোকেন নবায়নের জন্য অবহিত করণ;
(১৯) ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের পর তা সংগ্রহ করার জন্য মোবাইল মেসেজ প্রদান করা হয়;
(২০) আরএফআইডি রিসিভার ও মোটরযান সংযোজিত আরএফআইডি ট্যাগের মাধ্যমে মোটরযানের গতিবিধি পর্যবেক্ষণ করা;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস